Site icon janatar kalam

বাংলাদেশ থেকে ভারতের ছাত্রদের আসা অব্যাহত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অগ্নিগর্ভ বাংলাদেশ। উত্তাল সে দেশের বিভিন্ন জায়গা। বর্তমানে বাংলাদেশে থমথমে পরিস্থিতি। চলছে সেনা বাহিনীর টহল। জারি আছে কারফিউ। শুনশান রাস্তাঘাট। এই অবস্থায় বাংলাদেশ থেকে ভারতের ছাত্রদের আসা অব্যাহত। তারা নিরাপদেই নিজ দেশে আসছেন। শনিবার প্রায় তিন শতাধিক পড়ুয়া এসেছেন।

রবিবারও সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে প্রায় ১৪৯ জন আসেন।পড়ুয়া ছাড়াও সাধারণ মানুষও আসছেন। পড়ুয়ারা জানান বাংলাদেশ সরকারের তরফেও তাদের আসার ক্ষেত্রে সাহায্য করা হচ্ছে।বর্তমানে বাংলাদেশে থমথমে পরিস্থিতি। পড়ুয়ারা জানান বাংলাদেশ সরকারের তরফেও তাদের আসার ক্ষেত্রে সাহায্য করা হচ্ছে।

এদিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তরফে তাদের সব ধরণের সাহায্য করা হচ্ছে। পড়ুয়াদের ভারতে প্রবেশের ক্ষেত্রে কোন প্রকার অসুবিধা যেন না হয় সেক্ষেত্রে সীমান্তে বিএসএফ , মহকুমা প্রশাসন এবং লেন্ডপোর্ট অথরিটির পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে।তাদের খাবারের ব্যবস্থাও করা হচ্ছে।একথা জানান বিএসএফ সেকেন্ড ইন কমান্ড রাজেশ লাঙ্গহা।

Exit mobile version