Site icon janatar kalam

বাংলাদেশে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন

 

জনতার কলম ওয়েবডেস্ক :- কোটা আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউনে’ নজিরবিহীন সহিংসতা, কারফিউ এবং সাধারণ ছুটির কারণে এক সপ্তাহের অচলাবস্থার পর সচল হতে শুরু করেছে বাংলাদেশ।

বুধবার খুলেছে সরকারি ও বেসরকারি অফিস। আর সকাল থেকেই রাজধানীর ফার্মগেট, মিরপুর, সায়েদাবাদ, মতিঝিল, কল্যাণপুর, বনানী, তেজগাঁও, মহাখালীসহ বিভিন্ন রাস্তায় প্রচণ্ড যানজট চলছে। যানজটে ঢাকার রাস্তায় একরকম স্থবির অবস্থা দেখা দিয়েছে।

গত শুক্রবার রাত ১২টা থেকে কার্যকর হয় কারফিউ। এরপর প্রতিদিনই কয়েকঘণ্টা করে কারিফিউ শিথিল করা হচ্ছে। বুধবার ও বৃহস্পতিবার ঢাকায় ৭ ঘণ্টা কারফিউ শিথিলের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর সরকারি অফিস আদালত খোলা থাকছে ১১টা থেকে ৩টা পর্যন্ত।

Exit mobile version