Site icon janatar kalam

বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ বন্ধের দাবিতে আগরতলায় বিক্ষোভ সভা হিন্দু সংঘর্ষ সমিতির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ সভা হিন্দু সংঘর্ষ সমিতির। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ বন্ধের দাবিতে আগরতলায় বিক্ষোভ সভা হিন্দু সংঘর্ষ সমিতির। সোমবার সংগঠনের তরফে আগরতলা সার্কিট হাউসের সামনে হয় বিক্ষোভ সভা। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরার প্রান্ত মন্ত্রী, সংগঠনের নেতৃত্ব বি কে রায় সহ অন্যান্যরা।
এদিনের সভায় বিভিন্ন জায়গা থেকে সংগঠনের কর্মী-সমর্থকরা অংশ নেন। আর এস এসের ত্রিপুরার প্রান্ত মন্ত্রীর অভিযোগ শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে সংখ্যালঘুদের মঠ- মন্দিরের উপর প্রচণ্ডভাবে আক্রমণ সংঘটিত করা হচ্ছে।সংখ্যালঘুদের উপরে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। লুটপাট চালানো হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপরে।
উনার অভিযোগ বাংলাদেশে সংখ্যালঘুদের আন্দোলনের মুখ চিন্ময় কৃষ্ণ দাসকে বিভিন্ন মিথ্যে মামলায় ফাঁসিয়ে আদালতে আটক করে রাখা হয়েছে। তাই তারা এদিন আওয়াজ তুলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ বন্ধে ভারতের পররাষ্ট্র মন্ত্রক যাতে বাংলাদেশের সরকারের উপরে চাপ সৃষ্টি করে। তারা দাবি জানান চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি দেওয়ার। এদিনের কর্মসূচীতে প্রচুর নারী-পুরুষ অংশ নেয়।
Exit mobile version