Site icon janatar kalam

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে সরব আমরা বাঙালি 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। তাদের উপর আক্রমণের প্রতিবাদে আমরা বাঙালি দলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন। রাজধানীর শিবনগরস্থিত আমরা বাঙালির কার্যালয়ের সামনে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন আমরা বাঙালির রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি জানান বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর মৌলবাদীরা সংখ্যালঘু দুই কোটি মানুষের উপর নির্যাতন চলছে।
৮ আগস্টের পর থেকে বিনা কারণে এবং বিনা দোষে বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এবং মারধর ও খুনের ঘটনা সংগঠিত করা হচ্ছে। একটা চূড়ান্ত নৈরাজ্য তৈরি হয়েছে বাংলাদেশে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার মৌলবাদীদের হাতের পুতুল হয়ে গেছে। তার প্রতিবাদে সেখানে সনাতনী একটি সংগঠন তৈরি করা হয়েছে।
এই সংগঠনের তীব্র প্রতিবাদকে রুখে দিতে সেখানে তাদের উপর আবার আক্রমণ নামিয়ে এনেছে সেখানকার সরকার। এমনকি সেখানে সনাতনী আন্দোলনের নেতৃত্বদের গ্রেপ্তার করে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। কিন্তু এই গুলি চলতে থাকলে আগামী দিন তার বিরুদ্ধে বড়সড় আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেন আমরা বাঙালী নেতৃত্ব।

 

 

Exit mobile version