জনতার কলম ওয়েবডেস্ক :- রাতারাতি পিয়াঁজের দাম বাড়ছে বাংলাদেশে। প্রায় দ্বিগুন থেকে তিনগুণ পর্যন্ত। কেউবা অত্যাধিক দামের কারণে পিঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছেন।
উল্লেখ্য, ভারতের সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায়, বাংলাদেশে হু হু করে বেড়ে চলেছে পেঁয়াজের দাম। আর এতে করে বাংলাদেশের সাধারণ মানুষের মাথায় পড়লো হাত। আবার কেউ বা অতিরিক্ত টাকা খরচ করে পিয়াঁজ কিনছেন।
৭ই ডিসেম্বর থেকে আগামী ৩১ শে মার্চ পর্যন্ত ভারত সরকার পিয়াঁজ রপ্তানি করবে না বলেই জানিয়েছে। যার এফেক্ট কিছুটা পড়েছে বাংলাদেশের উপর। কারণ বাংলাদেশ কাঁচা লঙ্কা, পিয়াঁজ, আলু থেকে শুরু করে বহু পণ্যের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল। যখনই পণ্যের দাম লাগাম ছাড়া হয়, তখনই অস্থির বাজার সামলাতে আমদানি করে ভারত থেকে। যেহেতু দুটি দেশ একদম কাছাকাছি, স্থলবন্দরের মাধ্যমে খুব সহজেই কাঁচা পণ্য আমদানি রপ্তানি করা যায়। আপাতত বাংলাদেশের পিয়াঁজের দরে কবে যে লাগাম টানবে, তার ইঙ্গিত এখনো মেলেনি। অপরদিকে নাভিশ্বাস উঠছে দেশটার হেঁসেলে।