জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশের চলমান পরিস্থিতিতে নতুন সংগঠন গড়ে উঠল রাজ্যে। অভিযোগ আদিবাসী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। আক্রান্ত হচ্ছে বহু মানুষ। এই চলমান অস্থির পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে রাজ্যে নতুন সংগঠনের আত্ম প্রকাশ। এর নাম দেওয়া হয়েছে ফোরাম ফর প্রটেকশন মাইনরিটি ইন বাংলাদেশ।
মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে নতুন সংগঠন গড়ে উঠে। নতুন সংগঠনের সচিব হয়েছেন অধ্যাপক পূর্ণেন্দু কান্তি দাস, সহ-সভাপতি হয়েছেন প্রবীণ সাংবাদিক বিমান ধর, সাংগঠনিক সম্পাদক অরুন নাথ, কোষাধ্যক্ষ হয়েছেন প্রণব সরকার। এদিন আগরতলা প্রেস ক্লাবে কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করেন।
সংগঠন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের প্রতিবাদ জানিয়ে ২৯ সেপ্টেম্বর আগরতলা শহরে মিছিল করার। সেদিন সকালে আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে বের হবে মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। পরে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া হবে সংগঠনের তরফে। এছাড়াও দেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে ডেপুটেশন দেওয়া হবে সংগঠনের তরফে বলে জানান কর্মকর্তারা।
এদিন সংগঠনের সচিব বলেন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে দিন যত বাড়ছে সংখ্যালঘুদের উপরে আক্রমণ বাড়ছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ঘর বাড়ি ভাঙ্গা হচ্ছে। লোকজনকে মেরে ফেলা হচ্ছে। তিনি বলেন এর প্রতিকার হওয়া উচিত। এই প্রতিকার চাওয়ার জন্যই এই সংগঠন তৈরি করা হয়েছে।