Site icon janatar kalam

বহিঃরাজ্যে পাচার করতে গিয়ে ৪৭ কেজি গাঁজাসহ চার পাচারকারীকে আটক করলো রেল পুলিশ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রেনে করে রাজ্য থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচারের চেষ্টা অব্যাহত। অভিযোগ নেশা পাচারকারীরা সুযোগ পেলেই গাঁজা পাচার করছে। কিন্তু প্রায় সময় ধরা পড়ছে। ফের আগরতলা রেল স্টেশন থেকে চার পাচারকারী সহ গাঁজা উদ্ধার করল জিআরপি থানার পুলিস। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার আগরতলা রেল স্টেশন থেকে চার গাঁজা পাচারকারীকে আটক করা হয়।

ধৃতরা হল সবিতা পাল, বাড়ি বিশালগড়, রিংকু নম, বাড়ি সূর্যমনি নগর রেল কলোনি, মমতা শীল, বাড়ি বিশালগরের ঘনিয়ামারা এবং মিঠুন চক্রবর্তী, বাড়ি আসাম রাজ্যর বাগমারা হরিণটিলা এলাকায়।জিরানিয়া থানার সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। ধৃতদের মধ্যে তিন জন মহিলা ও একজন পুরুষ।

তাদের কাছ থেকে উদ্ধার হয় ৪৭ কেজি ১০০ গ্রাম শুকনো গাঁজা। যার বাজার মূল্য সাড়ে তিন লক্ষ টাকা। এই গাঁজা গুলি ৩ টি ট্রলিতে ছিল। তিনি আরো জানান আগরতলা জিআরপি থানায় ধৃতদের বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নিয়েছে। বুধবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়।

 

 

Exit mobile version