Site icon janatar kalam

বর্তমান সরকারের সময়ে পূজার চাঁদাবাজি বন্ধ হয়েছে : রাজীব 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্যবসায়ীরা বর্তমানে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন চাঁদা নিয়ে জুলুমবাজি চলবে না। রাজ্যে পূর্বতন সরকারের সময় চাঁদার ঝুলুম চলতো। বর্তমানে সরকারের সময় চাঁদাবাজি বন্ধ হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মহারাজগঞ্জ বাজার সবজী ব্যবসায়ী সমিতির তরফে বিজেপির সদস্যতা অভিযানের সূচনা করে একথা বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মহারাজগঞ্জ বাজারে সদস্যতা অভিযানের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ছাড়াও ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা।

রাজীব ভট্টাচার্য এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে তুলে ধরেন। আর উন্নয়নের নিরিখে সকলকে বিজেপি দলের সদস্য হওয়ার আহ্বান জানান। রাজ্যে একটি জাতীয় সড়কের জায়গায় বর্তমানে ত্রিপুরা রাজ্য ৯ টি জাতীয় সড়ক পেয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি বিভিন্ন জায়গায় অনলাইনে বিজেপির সদস্যতা অভিযানে অংশ নিচ্ছেন।

 

 

Exit mobile version