2025-06-20
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বর্তমান সময়ে দুর্নীতির কোনো স্থান নেই, সকলের উন্নয়নে কাজ করে যাচ্ছে বিজেপি: মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নেরন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে শান্তির বাজারে এক প্রকাশ্য জনসভার আয়োজন করাহয়। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন ১১ বছর পূর্তি ও বিকশিত ভারতের অমৃতকাল সেবা, সুশাসন, গরীব কল্যানের ১১ বছর পূর্তি উপলক্ষ্যে ৩৬ শান্তির বাজার মন্ডল বিজেপির উদ্দ্যোগে শান্তির বাজার অটল মার্কেটে এক প্রকাশ্য জনসভা অনুষ্ঠীত করাহয়। বিজেপির উদ্দ্যোগে আয়োজিত আজকের এই প্রকাশ্য জনসভায় প্রধানবক্তা হিসাবে উপস্থিতছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা।

প্রধানবক্তার পাশাপাশি আজকের জনসভায় উপস্থিতছিলেন শান্তির বাজার বিধানসভাকেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, রাজনগর বিধানসভাকেন্দ্রের বিধায়ক সপ্না মজুমদার, বিজেপির দক্ষিন জেলার সভাপতি দীপায়ন চৌধুরী, দক্ষিন জেলাপরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিজেপির দক্ষিন জোলার কৃষানমোর্চার সভাপতি সত্যব্রত সাহা, শান্তির বাজার বিজেপির মন্ডল সভাপতি দেবাশিষ ভৌমিক, জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভিপতি সুজিত দত্ত সহ অন্যান্যরা।

আজকের এই প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী বিগত ১১ বছরে কি কি উন্নয়নমূলক কাজকরেছেন তার বিস্তারিত দিকগুলো জনসম্মুখে তুলেধরেন। সভায় বক্তব্যরাখতেগিয়ে প্রধানবক্তা তথা মুখ্যমন্ত্রী জানান বিগত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর নেতৃত্বে ভারত অনেকটা এগিয়েগেছে। গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালিন নরেন্দ্র মোদী কি কি উন্নয়নমূলক কাজকরেছেন তার বিস্তারিদিকগুলো জনসম্মুখে তুলেধরেন।

মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রী যুবক, কৃষক ও মহিলাদের উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহন করেছেন। লোকজনের উন্নয়নস্বার্থে বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে প্রধানমন্ত্রী। আজকের বক্তব্যের মধ্যদিয়ে অপরেশান সিদুরের গুরুত্বসম্পর্কে কিছু বক্তব্যতুলেধরেন। প্রযুক্তিগত অস্ত্রের মাধ্যমে ভারতের যুদ্ধকরার ক্ষমতারয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বিগতদিনে দুরনিতির ও শোষনের রাজনিতিদেখাযেতো। বর্তমান সময়ে দুর্নীতির কোনো স্থান নেই। সকলের উন্নয়ন প্রকল্পে কাজ করে যাচ্ছে ভারতীয় জনতাপার্টি। লোকজনদের সুস্থরাখতে ও সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা প্রদানে বিশেষ যোজনা হাতে নিয়েছে প্রধানমন্ত্রী।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service