Site icon janatar kalam

বর্তমানে রাজ্যে রক্তস্বল্পতা বলে কোন শব্দ নেই : মেয়র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার রাজধানীর ধলেশ্বরস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেছন মেয়র দীপক মজুমদার , এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহা , ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের স্বামী অমর্ত্য নন্দ মহারাজ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এদিন মেয়র বলেন, রক্তদানের মাঝে মানবতা লুকিয়ে আছে। তাই মহৎ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। কেননা এই রকম রক্তদান শিবির চাহিদা ও যোগানের ভেতর ভারসাম্য বজায় রাখে।তাঁর দাবি, বর্তমানে রাজ্যে রক্তস্বল্পতা বলে কোন শব্দ নেই । রাজ্যে এখন রক্তের অভাবে কোন মুমূর্ষু রোগীকে আর মৃত্যুমুখে পতিত হতে হয় না। এই মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন মেয়র।

Exit mobile version