Site icon janatar kalam

বন্যার্তরা পাচ্ছেন না কোন সাহায্য : রতন দাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম জেলার বন্যার্তদের সমস্যা তুলে ধরে জেলা শাসকের দ্বারস্থ সিপিএম প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেলে চার জনের প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলা শাসকের কাছে দাবি সনদ তুলে ধরেন। দুই দিনের বন্যায় পশ্চিম জেলার বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতি হয়েছে। বহু মানুষ শরণার্থী শিবিরে। অভিযোগ বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে না প্রশাসন।

এই অবস্থায় পশ্চিম জেলা শাসকের কাছে কিছু দাবি নিয়ে ডেপুটেশন দিল সিপিএম পশ্চিম জেলা কমিটি। ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন জেলা সম্পাদক রতন দাস, জেলা নেতৃত্ব সুভাষ দেব, শুভাশিস গাঙ্গুলি, নারায়ণ দেব। সিপিএম নেতা রতন দাস অভিযোগ করেন,বন্যার্তরা পাচ্ছেন না কোন সাহায্য। বন্যার্তদের বিভিন্ন বিষয় নিয়ে জেলা শাসকের কাছে তুলে ধরলেন সিপিএম নেতা। বর্ষণে জলমগ্ন হয়েছে জেলার বিভিন্ন এলাকা। খোলা হয়েছে বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির।

Exit mobile version