Site icon janatar kalam

বন্ধ তেলিয়ামুড়া আগরতলা বাস ম্যাক্স চলাচল দুর্ভোগ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুলিশ প্রশাসনের বিধি-নিষেধকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে অনির্দিষ্টকালের জন্য তেলিয়ামুড়া-আগরতলা বাস এবং ম্যাক্স গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে বি এম এস মদতপুষ্ট বাস এবং ম্যাক্স চালকরা। তেলিয়ামুড়া আগরতলা সড়কে অনির্দিষ্টকালের যান ধর্মঘট শুরু হয়েছে শুক্রবার সকাল আনুমানিক দশটা ত্রিশ মিনিট থেকে। যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের ।এ নিয়ে তেলিয়ামুড়া এবং চন্দ্রপুরের BMS অনুমোদিত বাস-জিপ চালক সংঘের দুই নেতৃত্ব জানান,,,, তেলিয়ামুড়া শহরের বুকে আসাম-আগরতলা জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে প্যাসেঞ্জার নিলেই পুলিশ তাদেরকে হেনস্থা করে এবং জরিমানা করে। যার ফলে তাদেরকে নেতাজিনগর এবং পুরাতন তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের গ্রাউন্ডে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নিতে হয়। কিন্তু তাতেই আসে বিপত্তি। নেতাজিনগর এবং পুরাতন তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের গ্রাউন্ডে প্যাসেঞ্জার আসে না বলে দাবি করেন নেতৃত্বরা। যার ফলে তাদেরকে খালি গাড়ি নিয়ে তেলিয়ামুড়া থেকে আগরতলার উদ্দেশ্যে পাড়ি দিতে হয়। আর এই বিষয়টিকেই সামনে রেখে শুক্রবার অনির্দিষ্টকালের জন্য তেলিয়ামুড়া আগরতলার বাস এবং ম্যাক্স গাড়ি চলাচল বন্ধ রাখে BMS মদতপুষ্ট বাস এবং ম্যাক্স চালকরা।অন্যদিকে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে BMS অনুমোদিত বাস-জিপ চালক সংঘের এক নেতৃত্ব দাবি করেন যে,,, আসাম-আগরতলা জাতীয় সড়কের উপর অম্পি চৌমুহনী থেকে মারুতি সিন্ডিকেট পর্যন্ত জাতীয় সড়কের পাশে তাদেরকে বাস দাঁড় করাতে দিতে হবে। কিন্তু তাদের এই দাবি যে পুলিশ প্রশাসনের বিধি-নিষেধকে রীতিমতো চ্যালেঞ্জ ছাড়া আর কিছুই না তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই বনধ এর ফলে তেলিয়ামুড়া থেকে আগরতলা যাওয়ার যাত্রীদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয় তেলিয়ামুড়ায়। ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও গাড়ি পাচ্ছে না যাত্রীরা, যার ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদের।প্রসঙ্গত বিগত দিনে তেলিয়ামুড়া শহরকে যানজট মুক্ত করার জন্য পুলিশ প্রশাসনের তরফে একাধিক অভিযান সংগঠিত করে তেলিয়ামুড়া শহরের উপর জাতীয় সড়কে যানবাহন দাঁড় করিয়ে রাখার ট্রেডিশন বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। আর তাতেই নাকি ক্ষতিগ্রস্ত হয় তেলিয়ামুড়া-আগরতলা যাতায়াতকারী বাস এবং ম্যাক্স গাড়িগুলি।

 

 

 

Exit mobile version