জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রচারের ডামাডোল বেজে গেল লোকসভা নির্বাচনের । আধুনিক যত প্রযুক্তি বেরুক না কেন দেওয়াল লিখনের রেওয়াজ যেন থেকেই যাবে । এখনো যেন দেওয়াল না লিখলে নির্বাচনটা অসমাপ্ত থেকে যায় । তার জন্য সবকটি রাজনৈতিক দল দেওয়াল লিখতে ব্যস্ত হয়ে পড়ে । অনেকে দেওয়ার পরে লিখার জন্য বুকিং করে যায় । প্রায়ই দেখা যায় এ জাতীয় লেখা । মঙ্গলবার সকালে বনমালীপুর মন্ডল অফিসের সামনে দেওয়াল লিখনের সূচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য । উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব । এছাড়াও উপস্থিত ছিলেন বনমালীপুর কেন্দ্রের নির্বাচক মন্ডলীগণ ।