জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাস করা শিক্ষিত বেকার বসে থাকলেও গত দুই বছর ধরে টেট পরীক্ষা নিচ্ছে না টিআরবিটি কর্তৃপক্ষ। বুধবার টিআরবিটি-র চেয়ারম্যানের কাছে ডেপুটেশান দিল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউ। এদিন দুই ছাত্র সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে টিআরবিটি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশান প্রদান করে।
ডেপুটেশান শেষে এসএফআই-র রাজ্য সম্পাদক সন্দীপন দে জানান আগে টিআরবিটি-র অধীন বছরে দুইবার টেট পরীক্ষা নেওয়া হতো। কিন্তু বর্তমানে আগের মতো টেট পরীক্ষা নেওয়া হয় না।
তাই এদিন টিআরবিটি-র চেয়ারম্যানের নিকট দাবি জানানো হয়েছে বছরে কম করে দুইবার টেট পরীক্ষা নেওয়ার। তিনি আরও জানান তাদের দাবি পূরন না হলে আগামীদিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। শিক্ষিত বেকাররাও দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন টেট পরীক্ষা নেওয়ার। কিন্তু নিচ্ছে না কর্তৃপক্ষ।