Site icon janatar kalam

বছরের ন্যায় এবছরও পালিত হলো বিপ্রলাপ্ত ৯.০ বিতর্ক প্রতিযোগিতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বনেদি স্কুল গুলির মধ্যে অন্যতম একটি হল রাজধানী আগরতলার শিশু বিহার স্কুল। এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন হলো শিশু বিহার অ্যালুমিনি এসোসিয়েশন।প্রত্যেক বছরের মত এবছরও এসোসিয়েশন আয়োজন করে বিপ্রলাপ্ত ৯.০ বিতর্ক প্রতিযোগিতা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এবারের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল হিউম্যানিটি শুড ফেয়ার এডভান্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা অধিকর্তা নৃপেন্দ্র শর্মা। বিতর্ক প্রতিযোগিতায় গোটা রাজ্যের ১৩ টি বিদ্যালয় থেকে ২৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে শিশু বিহার স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী অনসূয়া ঘোষকে সংবর্ধিত করা হয়। ছোট্ট অনুসূয়া কিছুদিন আগে তার চুল ক্যান্সার আক্রান্তদের জন্য দান করেছিল। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর শুরু হয় মূল প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতায় দর্শকদের জন্যও ছিল কুইজ এবং বিতর্ক করার সুযোগ। উভয় বিভাগে কুড়িটি করে পুরস্কার দেওয়া হয়েছে দর্শকদের। এই বিতর্ক প্রতিযোগিতায় শুধুমাত্র আগরতলার স্কুল গুলোই নয় মহকুমার অনেক স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।এধরনের শিক্ষামূলক পদক্ষেপ ছাড়াও শিশু বিহার এলামনি এসোসিয়েশন বহু সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে বছরব্যাপী জড়িত থাকে। কিছুদিন আগে শিশু বিহার এলামনি রক্তদান শিবিরের আয়োজন করে। তাছাড়া বিভিন্ন অনাথ আশ্রমে সাহায্য প্রদান, রাজ্যের দুস্থ মেধাবী ছাত্রদের সহায়তা প্রদান, বিশেষভাবে সক্ষম বাচ্চাদের সহায়তা প্রদান। কোভিড পরিস্থিতিতেও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এই শিশু বিহার এলামনি অ্যাসোসিয়েশনের সদস্যরা।

 

Exit mobile version