জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্রমাগত বিভিন্ন সংগঠন আন্দোলন চালিয়ে গেলেও জনজাতি পড়ুয়ারা এখনও স্কলারশিপ পায়নি বলে অভিযোগ। তাই ফের স্কলারশিপের দাবিতে শুক্রবার জনজাতি কল্যাণ দপ্তরের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলো টিআইএসএফ। এদিন তারা রাজধানীর সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। আন্দোলন কারীদের অভিযোগ প্রায় চার হাজার ছাত্রছাত্রী এখনো স্কলারশিপ পায়নি।
দুর্গাপূজার আগে যখন জনজাতি কল্যাণ দপ্তরে গিয়ে রাত পর্যন্ত তারা বিক্ষোভ প্রদর্শন করেছিল তখন তাদের আশ্বাস দেওয়া হয়েছিল দুর্গাপূজার পর তাদের স্কলারশিপ মিটিয়ে দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত চার হাজারের মধ্যে একজনও স্কলারশিপ পায়নি। তারই প্রতিবাদে শামিল হয়েছে বলে জানায় তারা। তাদের বক্তব্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করছে সংশ্লিষ্ট দপ্তর।
দপ্তরের গাফিলতির কারণে স্কলারশিপ আটকে রয়েছে। রাজ্যপাল কিংবা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে গোটা বিষয় তারা তুলে ধরতে চায় বলে জানান ছাত্র নেতা উত্তম ত্রিপুরা। কেন এতো দেরি স্কলারশিপের? কোথায় গাফিলতি তা বের করার দাবি উঠেছে।