Site icon janatar kalam

ফের শহর থেকে উদ্ধার নেশাসামগ্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী সহ আশপাশ এলাকায় নেশার রমরমা। ফের শহর থেকে উদ্ধার নেশাসামগ্রী। রাজধানীর নন্দননগর অক্সিলিয়াম স্কুল সংলগ্ন খাকচাং রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার বিপুল পরিমাণ ফেন্সিডিল। এনসিসি থানার পুলিশ ও জিবি বাজার ফাঁড়ি থানার পুলিশ এই ফেন্সিডিল উদ্ধার করে। খাকচাং রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের অভ্যন্তরে জঙ্গলে ঘেরা একটি পরিত্যক্ত ঘর রয়েছে।

একটি গাড়ি সেই ঘরের সামনে যায়। জানা গেছে গাড়ি থেকে কিছু বস্তা নামিয়ে সেই ঘরে নেওয়ার ঘটনা প্রত্যক্ষ করেন স্থানীয়রা।স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। যথারীতি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ পরিত্যক্ত ঘর থেকে ৩০-৩৫ টি বস্তা উদ্ধার করে। এতে মজুত ছিল ফেন্সিডিল। পুলিশ ফেন্সিডিল ভর্তি বস্তা গুলি বাজেয়াপ্ত করে। উদ্ধার হওয়া ফেন্সিডিলের বাজারমূল্য আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকা হবে। তবে গ্রেপ্তারের খবর নেই। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে।

Exit mobile version