janatar kalam Home অপরাধ ফের দূরপাল্লার ট্রেন থেকে উদ্ধার দুই বাংলাদেশী তাদেরকে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার ৪ ভারতীয় নাগরিক 
অপরাধ রাজ্য

ফের দূরপাল্লার ট্রেন থেকে উদ্ধার দুই বাংলাদেশী তাদেরকে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার ৪ ভারতীয় নাগরিক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের দূরপাল্লার ট্রেন থেকে উদ্ধার দুই বাংলাদেশী নাগরিক। তাদেরকে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার ৪ ভারতীয় নাগরিক। শনিবার তাদের আদালতে সোপর্দ করে আগরতলা সরকারি রেল থানার পুলিশ। অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে ভারতের বিভিন্ন জায়গায় প্রায়শই কাজের সন্ধানে যাওয়ার পথে আগরতলা রেল স্টেশনে ধরা পড়ছে জি আর পির হাতে লোকজন।

এবার বহিঃরাজ্য থেকে দূরপাল্লার ট্রেনে আগরতলায় এসে আটক দুই বাংলাদেশী নাগরিক। এদের মধ্যে একজন মহিলা। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলার জিআরপি থানা, আরপিএফ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে এই সাফল্য পায়। কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে আসামাত্র দুইজন বাংলাদেশী ও চারজন ভারতীয়কে নাগরিককে গ্রেফতার করে।

শনিবার জিআরপি থানার ওসি তাপস দাস জানান তাদের কাছে আগে খবর ছিল কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস দিয়ে দুজন বাংলাদেশি আসবে। তাদের সহযোগিতা করছে এমন ৪ জন ভারতীয় নাগরিকও রয়েছে।

তিনি জানান কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেল স্টেশনে আসার পরে তারা দ্রুত বেগে চলে যাওয়ার চেষ্টা করছিল। তখনই পুলিশ গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে স্বীকার করে দুইজন বাংলাদেশী। এদের মধ্যে একজন মহিলা।

 

 

Exit mobile version