জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কিছু দিন পর পর কোনো না কোনো অজুহাতে টেট পরীক্ষার্থীরা আন্দোলনে নামছেন। শুক্রবার ফের পুরনো কিছু অভিযোগ তুলে আন্দোলনে নামেন টেট ২ কলা বিভাগের পরীক্ষার্থীরা। টি আর বি টি এর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তারা। টি আর বিটির চেয়ারম্যান ডঃ প্রত্যুষ রঞ্জন দেবের সাথে দেখা করে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ সম্প্রতি যে টেট ২ এর পরীক্ষা হয়েছে তাতে সিলেবাসের বাইরে প্রশ্ন করা হয়েছে। তাছাড়া কোনো প্রশ্নের দুইটি করে সঠিক উত্তর ছিল।
তাতে পরীক্ষার্থীরা বিভ্রান্ত হয়। প্রশ্নপত্রে বানান ভুল ছিল বলেও অভিযোগ করেন তারা। সম্ভাব্য উত্তর পত্রে একাধিক ভুল ছিল। তাইটি আর বি টি কর্তৃপক্ষের কাছেদাবি এই সমস্ত অভিযোগগুলি যেন নিস্পত্তিকরা হয়। এদিকে টি আর বি টি এর চেয়ারম্যান বলেন, নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীদের কোনো অভিযোগ থাকলে তা অনলাইনে করতে হয়। কিন্তু ২০২১ সাল থেকে দেখা যাচ্ছে যে কোনো কিছুতে পরীক্ষার্থীরা টি আর বি টি এর সামনে এসে আন্দোলন করছে।
পরীক্ষার্থীদের এদিনও তিনি গোটা বিষয়টি বুঝিয়ে দেন। প্রশ্ন পত্র ও চূড়ান্ত উত্তরপত্র প্রতি বিষয়ের বিশেষজ্ঞরাই ঠিক করেন। এখানে টি আর বি টি এর কিছু করার থাকে না।