জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি : – প্রগতি প্লে সেন্টার এবং ক্রিকেট অনুরাগী মধ্যে নৌয়াবাদী স্কুল মাঠে প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হয় শনিবার। এদিন টসের পর ক্রিকেট অনুরাগী প্রথমে ব্যাট করে ৪০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে, অনুরাগীর পক্ষে সর্বোচ্চ রান করেন বিবেক দেব এবং বিপ্রজিত দেবনাথ। জবাবে ব্যাট করতে নেমে প্রগতি প্লে সেন্টার ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অনিমেষ বিশ্বাস ৬৫ রান ইয়াশ দেববর্মণ ৩৫ রান, রাহুল মিয়া ২৫ রান, আরুদ্ধ দাস ১৫ রান করেন।