জনতার কলম আগরতলা প্রতিনিধি :-প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের ২৬ জন কর্মকর্তা-কর্মচারী বিগত পাঁচ মাস ধরে বেতন না পাওয়ায় আজ (২২ আগস্ট) দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছেন। এ ব্যাপারে তারা নিজেদের সমস্যার দ্রুত সমাধান কামনা করেছেন।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্মচারীরা জানান, বিগত পাঁচ মাস ধরে বেতন না পাওয়ার কারণে তাদের দৈনন্দিন জীবনে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। এর আগেও একবার তাঁরা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীর নিকট গিয়েছিলেন কিন্তু দপ্তরের অধিকর্তাকে ফোন করা সর্তেও কোন পদক্ষেপ নেই নি দপ্তর তাই আজ আবারো দপ্তরের নিকট ডেপুটেশন প্রদান করেন কর্মীরা। পাশাপাশি আশা প্রকাশ করেছেন যে, কর্তৃপক্ষ তাদের বেতন দ্রুত প্রদান করবে এবং ভবিষ্যতে এই ধরণের বিলম্ব এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এ ঘটনার ফলে দপ্তরে কর্মরত অন্যান্য স্টাফদের মধ্যেও শঙ্কা বিরাজ করছে। তাঁরা আশাবাদী যে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলে দ্রুত সকলের বেতন প্রদান নিশ্চিত হবে।