জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এর ২৪ তম রাজ্য সম্মেলনের পর গঠিত নতুন রাজ্য কমিটির পক্ষ থেকে শুক্রবার রাজধানীর মেলার মাঠ স্থিত সিপিআইএমের রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে পুনরায় নির্বাচিত হওয়া সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের রাজ্য সম্মেলন কে শাসকদলের দ্বারা বানচাল করার যে প্রয়াস সেই প্রসঙ্গ তুলে ধরে শাসক দলকে এক হাত নেন।
এছাড়া সিপিএম দলকে প্রশাসনের নিকট ৩ হাজারের অধিক লোক হবে না বলে লিখিত দেওয়ার কথা ও তুলে ধরেন পাশাপাশি সমাবেশে যেন দলের কর্মী সমর্থকরা না আসতে পারে সেজন্য বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয় গাড়িও কিন্তু সকল বাধা কি উপেক্ষা করে শেষ পর্যন্ত রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সিপিআইএমের ২৪ তম রাজ্য সম্মেলন।
তাছাড়া তিনি এদিন রাজ্য সম্মেলনে গঠিত নতুন কমিটি প্রসঙ্গে জানান নতুন কমিটিতে ৬০ জনকে রাখা হয়েছে, এই ৬০ জনের মধ্যে ১৪ জনের সম্পাদক মন্ডলি তৈরি করা হয়েছে। পাশাপাশি দলের নতুন নিয়ম চালু হয়েছে, সেই নিয়ম অনুযায়ী কোন সদস্যের বয়স যদি ৭৫ এর বেশি হয় তাহলে তিনি কোন কমিটির সদস্য হতে পারেন না।
কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বয়স ৭৫ বছর হলেও সর্বসম্মতিক্রমে উনার নাম রাজ্য কমিটিতে রাখা হয়েছে। কেননা বর্তমান চলমান পরিস্থিতিতে তিনি সুস্থ ও সবল রয়েছেন। এছাড়া রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে নয়টি প্রস্তাব গ্রহণ করা হয়, যেগুলো নিয়ে আগামী দিনে রাস্তায় নেমে আন্দোলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান সিপিআইএম নেতৃত্ব।