জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাকৃতিক দুর্যোগ, জ্বালানি সঙ্কটের মধ্যেও রাজ্যে জাতীয় লোক আদালত ঘিরে ভালো সাড়া। শনিবার বসে এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট সহ ৪২ টি বেঞ্চে বসে জাতীয় লোক আদালত। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে হয় লোক আদালত। এদিন সবচেয়ে বেশি বেঞ্চ বসে আগরতলা আদালত চত্বরে। কয়েক হাজার মামলা উঠে নিস্পত্তির জন্য। এদিন পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত এবং আদালতে বিচারাধীন মামলাও উঠে।
জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা,ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত , আপোষযোগ্য ফৌজদারি বিরোধ, বৈবাহিক বিরোধ , চেক বাউন্স সংক্রান্ত , চাকরি সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য উঠে। আগরতলা আদালত চত্বরে বসা লোক আদালত জাতীয় লোক আদালত পরিদর্শন করলেন আইন সেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান হাই কোর্টের বিচারপতি অরিন্দম লোধ।