Site icon janatar kalam

প্রয়োজনের সাথে নিয়মিত যোগান বজায় রাখার আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের প্রতিটি প্রান্তেই রক্তদান এখন উৎসবে পরিণত হয়েছে : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে কিডনি দাতা ও গ্রহিতা আত্মীয় পরিজনদের মধ্যে হলে ভালো হয়। নাহলে কিডনি পাওয়া সমস্যা হয়ে দাঁড়ায়। বর্তমানে বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে। বিজ্ঞান উন্নত হওয়ার ফলে কোন ব্যক্তির মৃত্যু হলে তাঁর কাছ থেকেও কিডনি নেওয়া যায়। এই বিষয়ে মনিপুর থেকে আসা সিজা হাসপাতালের চিকিৎসক দলের সাথে কথা হয়েছে।

সিজা হাসপাতালের চিকিৎসক দল মনিপুরে এই ধরনের কিডনি প্রতিস্থাপন করেন। রবিবার অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের রক্তদান উৎসবে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এগিয়ে চলো সংঘের সহযোগিতায় হয় রক্তদান উৎসব।

রক্তদান শিবিরের সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। কারন রক্ত বেশিদিন রাখলে নষ্ট হয়ে যায়। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

 

 

 

 

Exit mobile version