Site icon janatar kalam

প্রয়াত সর্বভারতীয় শ্রমিক নেত্রী নীলিমা মৈত্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভা পালন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি বছরের ১২ এপ্রিল প্রয়াত হয়েছেন সর্বভারতীয় শ্রমিক নেত্রী নীলিমা মৈত্র। ৯২ বছরে প্রয়াত হন তিনি। উনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার স্মরণ সভা কর হয়। এদিন সিআইটিইউ রাজ্য দপ্তরে হয় স্মরণ সভা। উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, শ্রমিক নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য, শ্রমজীবী নারী সমন্বয় কমিটির নেত্রী জয়া বর্মণ সহ অন্যরা।

উপস্থিত নেতৃত্ব প্রয়াতের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান। নীলিমা মৈত্রের স্মৃতি চারণা করতে গিয়ে শ্রমিক নেত্রী জয়া বর্মণ বলেন, নীলিমা মৈত্র ছাত্র, নারী-শ্রমজীবী মানুষের আন্দোলনে যুক্ত ছিলেন।জীবনের শেষদিন পর্যন্ত লড়াইয়ে যুক্ত ছিলেন। খুবই রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন নীলিমা মৈত্র।

৮০-র দশক থেকে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের সংগঠিত করার কাজে নিয়োজিত ছিলেন। ১৯৯১ সালে যখন অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের ফেডারেশন গঠিত হয় তখন এর প্রথম সাধারণ সম্পাদিকা হয়েছিলেন। ২০১৬ সাল পর্যন্ত এই সংগঠনের সভানেত্রীর দায়িত্বে ছিলেন নীলিমা মৈত্র। জয়া বর্মণ বলেন, প্রয়াত নীলিমা মৈত্রের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।

 

 

Exit mobile version