Site icon janatar kalam

প্রয়াত দুই নেতৃত্ব ক্ষেতমজুর ইউনিয়নকে শক্তিশালী করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করে গেছেন : ভানু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি প্রয়াত হয়েছেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের প্রথম সারির দুই সংগঠক। তারা হলেন সংগঠনের রাজ্য পরিষদের সদস্য কমল কৃষ্ণ নাথ ও আরেকজন বিলোনিয়া বিভাগের সদস্য বাদল শীল। এর মধ্যে বাদল শীল শহীদ হয়েছেন। অভিযোগ তাকে সম্প্রতি দুর্বৃত্তরা খুন করেছে। বাদল শীল দক্ষিণ জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন।

সংগঠনের প্রথম সারির দুই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের রাজ্য পরিষদের তরফে হয় স্মরণ সভা। এদিন সংগঠনের রাজ্য দপ্তরে স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক শ্যমাল দে, প্রাক্তন রাজ্য সভাপতি ভানু লাল সাহা সহ অন্যরা। সম্পাদক শ্যামল দে এদিন বলেন, প্রয়াত দুই নেতৃত্ব ক্ষেতমজুর ইউনিয়নকে শক্তিশালী করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করে গেছেন। রাজনৈতিক, সাংগঠনিক কর্মকাণ্ডকে কি করে আরও বিকশিত করা যায় সেই বিষয়গুলি স্মরণ সভায় তুলে ধরার চেষ্টা করা হবে।

 

Exit mobile version