জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি : – আমেরিকা থেকে প্রবাসী ভারতীয়দের অমানবিক ভাবে ভারতে প্রেরণ করার অভিযোগকে সামনে রেখে আন্দোলনে সরব হল কংগ্রেস। শুক্রবার বিকেল নাগাদ প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে একটি প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। এদিনের কর্মসূচি সম্পর্কে বিধায়ক সুদীপ রায় বর্মন সংবাদ মাধ্যমের সামনে অভিযোগের সুর তুলে বলেন , গোটা দেশের মানুষ যেখানে আমেরিকার এই কর্মকান্ডে ব্যথিত, মর্মাহত , ক্ষোব্ধ সেখানে এই বিষয় নিয়ে একটিও শব্দ করেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এবিষয়ে ক্রমাগত নীরবতা পালন করছে মোদি সরকার । যা নিতান্তই লজ্জাস্কর। একইসাথে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “ভিতু ” বলে সম্বোধন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এধরণের সরকার জনগণের জন্য কখনোই শ্রেয় হতে পারে না বলেও ক্ষোভ জাহির করেন। যার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে সামিল হয়েছে সংগঠন।