Site icon janatar kalam

প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে বৈশ্বিক স্বীকৃতি: সম্পর্ক মজবুত করতে প্রধান নেতাদের শুভেচ্ছা

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে বিভিন্ন দেশের নেতারা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, ইস্রায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাক সহ অন্যান্য বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ভারতের সঙ্গে রাশিয়ার পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে তার ব্যক্তিগত অবদানের প্রশংসা করেছেন।

ইস্রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি মোদীকে তার প্রথম নাম ‘নরেন্দ্র’ বলে সম্বোধন করে তাকে নিজের ভালো বন্ধু হিসেবে অভিহিত করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ সমাপ্তিতে মোদীর সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এটি ওয়াশিংটনের পক্ষ থেকে ভারত-আমেরিকা সম্পর্ক পুনরায় সুসংহত করার প্রচেষ্টার অংশ হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ন বলে মনে করা হচ্ছে।

Exit mobile version