জনতার কলম ওয়েবডেস্ক :- বুধবার মরিশাসের ৫৭তম জাতীয় দিবস উদযাপনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই সময়, প্রধানমন্ত্রী মোদীকে মরিশাসের সর্বোচ্চ পুরষ্কার ‘দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান’ প্রদান করা হয়। এটি কোনও দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া ২১তম আন্তর্জাতিক পুরস্কার।
মরিশাসের রাষ্ট্রপতি ধরম গোখুল প্রধানমন্ত্রী মোদীকে এই সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছেন। বিশেষ বিষয় হল, প্রধানমন্ত্রী মোদীই প্রথম ভারতীয় যিনি এই সম্মান পেয়েছেন। এটি কোনও দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া ২১তম আন্তর্জাতিক পুরস্কার। গতকাল, মঙ্গলবার (১১ মার্চ), মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম প্রধানমন্ত্রী মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান প্রদানের ঘোষণা করেছিলেন। আর আজ, তাকে এই সম্মানে ভূষিত করা হল।
প্রধানমন্ত্রী মোদী এই সম্মানের জন্য আনন্দ প্রকাশ করেছেন। নিজ সামাজিক মাধ্যমে ছবিগুলি শেয়ার করে তিনি বলেন, ‘মরিশাসের জাতীয় দিবসে গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান পুরষ্কার পেয়ে আমি গর্বিত।’