জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মিজোরামে এসে সাংবাদিকদের বলেন, আগামীকাল মিজোরাম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বারাবি-সৈরাং নতুন রেলপথ প্রকল্পের উদ্বোধন করবেন। সৈরাং রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নে অনেক জটিলতা ছিল, কারণ এতে রয়েছে ৪৫টি টানেল এবং ৫৫টি বড় সেতু।
মন্ত্রী আরও বলেন, এই প্রকল্প মিজোরামের মানুষের জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আনবে। তিনি জানান, তিনটি এক্সপ্রেস ট্রেনও চালু করা হবে। এর মধ্যে একটি হবে সৈরাং-দিল্লি রাজধানী এক্সপ্রেস, দ্বিতীয়টি মিজোরাম এক্সপ্রেস যা গुवাহাটির সঙ্গে দৈনিক চলাচল করবে, আর তৃতীয়টি হবে কলকাতা পর্যন্ত সপ্তাহে তিনদিন চলার ট্রেন।
এছাড়াও, মন্ত্রী জানান, রবিবার থেকে একটি কার্গো (পণ্য পরিবহন) ট্রেনও চালু করা হবে। তিনি উল্লেখ করেন, ২০১৪ সালের আগে উত্তর-পূর্ব অঞ্চলের রেল প্রকল্পে বরাদ্দ ছিল মাত্র দুই হাজার কোটি টাকা, যা বর্তমানে নরেন্দ্র মোদি সরকারের অধীনে পাঁচ গুণ বৃদ্ধি পেয়ে উল্লেখযোগ্য পরিমাণে উন্নয়ন সাধিত হয়েছে।
মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতে, এই উন্নয়ন প্রকল্পগুলি শুধু মিজোরাম নয়, পুরো উত্তর-পূর্ব ভারতের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।