Site icon janatar kalam

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহার সফর: অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা, একাধিক প্রকল্পের উদ্বোধন

জনতার কলম ওয়েবডেস্ক:- বিহার সফরে এসে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (২২ আগস্ট) তিনি স্পষ্ট ভাষায় বলেন, “অনুপ্রবেশকারীদের কোনওভাবেই বিহারের তরুণদের চাকরি কেড়ে নিতে দেওয়া হবে না। দেশের প্রতিটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে ফেরত পাঠানো হবে।” এ বিষয়ে বিহারের জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

এর পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্পের একাধিক ঘোষণা ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আজ তিনি গয়া ও দিল্লির মধ্যে চলাচলকারী অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন। একই সঙ্গে বিহারের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে গঙ্গার ওপর ১.৮৬ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের সেতু এবং ৩১ নম্বর জাতীয় সড়কে ৮.১৫ কিলোমিটার দীর্ঘ সেতু প্রকল্পের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের রাজ্যপাল শ্রী আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং, প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঞ্জি, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও চিরাগ পাসোয়ানসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

প্রধানমন্ত্রীর এই সফরে একদিকে অনুপ্রবেশ নিয়ে কড়া অবস্থান স্পষ্ট হল, অন্যদিকে নতুন অবকাঠামো প্রকল্পে বিহারের উন্নয়নের রূপরেখাও সামনে এল।

 

 

Exit mobile version