Site icon janatar kalam

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই ত্রিপুরার সার্বিক উন্নয়নে গতি এসেছে: মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের উত্তর-পূর্বাঞ্চল অভূতপূর্ব অগ্রগতির সাক্ষী হতে চলছে। দেশের শীর্ষ শিল্পপতিরা উত্তর পূর্বাঞ্চলের শিল্প স্থাপনে আগ্রহ দেখিয়েছেন। সরকারও এই এলাকার উন্নয়নে সর্বাধিক জোর দিয়েছে। রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টরস সামিট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের অভূতপূর্ব অগ্রগতি গোটা দেশকে দিশা দেখাবে।

দেশের সর্বাবিক উন্নয়নে এই অঞ্চলের যথেষ্ট ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চল এক সময়ে বোমা বন্দুক এবং রকেটের সমর্থক ছিল। সন্ত্রাস আর উগ্রবাদ এই এলাকার উন্নয়নকে থমকে দিয়েছিলো। বর্তমানে পরিস্থিতির যথেষ্ট পরিবর্তন হয়েছে। উগ্রবাদীরা আলোচনার মাধ্যমে সাধারণ জীবনে ফিরে এসেছে।

প্রধানমন্ত্রী আরো বলেন যে তার সরকার সন্ত্রাসবাদ বা নক্সালবাদ যাই হোকনা কেন শূণ্য সহিংসতা নীতি অনুসারে সমাধান করেছে। এদিন তিনি উত্তর-পূর্বাঞ্চলের প্রাকৃতিক সম্পদের বিষয় উল্লেখ করে বলেন, এই এলাকায় বিকাশের অন্যতম উপাদান রয়েছে। সেই উপাদানকে কাজে লাগিয়ে এই অঞ্চলে বেশ কিছু শিল্প গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে ব্যাবসা বাণিজ্য, স্টার্ট আপ বিনিয়োগ বিভিন্ন উদ্যোগীরা অংশ গ্রহণ করছে।

বিনিয়োগ প্রচারের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রালয় কর্তৃক গৃহীত নীতি এখানে অবলম্বন করা হবে। পর্যটন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির উন্নয়ন সম্ভব। এদিনের অনুষ্ঠানে দেশের শিল্পপতিদের মধ্যে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি, গৌতম আদানি, অনিল আগরবাল সহ বিদেশের বেশ কয়েকজন শিল্পপতি। উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলির মুখ্যমন্ত্রীরা।

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মাকি সাহা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার অগ্রগতি তুলে ধরেন এবং সম্ভাবনাময় শিল্পের পরিকাঠামো উল্লেখ করে শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানান। প্রশংসা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মুখ্যমন্ত্রীর দাবি নরেন্দ্র মোদীর জন্যই ত্রিপুরার সার্বিক উন্নয়নে গতি এসেছে।

Exit mobile version