জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা এবং কাজের মধ্যে কোন মিল নেই। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে নির্বাচনে দেশবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কিছুই পূরণ করেননি মোদি। এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর।
শুক্রবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। প্রবীর চক্রবর্তী দাবি করেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার আগের নরেন্দ্র মোদি দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন বছরে এক কোটির বেশি চাকরি দেবেন, কিন্তু বাস্তব হিসেবে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দায়িত্ব গ্রহণ করার পর মাত্র কয়েক লক্ষ বেকারের চাকরি হয়েছে।
তাই তিনি দাবি জানান অবিলম্বে যেন প্রধানমন্ত্রী তার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তী সঙ্গে অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।