Site icon janatar kalam

প্রদেশ বিজেপির সহ-সভাপতি পাপিয়া দত্তের নেতৃত্বে বিপ্লব কুমার দেবের সমর্থনে পদযাত্রা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের ভোটগ্রহণ ১৯ এপ্রিল। শাসক দল ভারতীয় জনতা পার্টি ও তার শরিক দলগুলি ইতিমধ্যেই প্রচারে ব্যাপক ঝড় তুলেছে। প্রচারে বিভিন্ন জায়গায় নেমে সাড়া পাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা,পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য সহ অন্যান্যরা।

সব জায়গায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে।আগরতলা বিধানসভা কেন্দ্রও এর ব্যতিক্রম নয়। প্রদেশ বিজেপির সহ-সভাপতি পাপিয়া দত্তের নেতৃত্বে চলছে বিভিন্ন জায়গায় সভা_ পদযাত্রা ।বৃহস্পতিবার আগরতলা বিধানসভা কেন্দ্রের ৮ নং ওয়ার্ডের উদ্যোগে হয় পদযাত্রা। এদিন ওয়ার্ড এলাকায় সুবিশাল এই পদযাত্রা পরিক্রমা করে।

ভোটারদের কাছে দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ভোট চান কার্যকর্তারা। পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি পাপিয়া দত্ত ,৮ নং ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সেন সরকার , বুথ সভাপতি, ওয়ার্ড সভাপতি সহ বিভিন্ন মোর্চার নেতৃত্ব।

 

 

Exit mobile version