জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিনিয়র মহিলা রাজমাতা জিজাভাই ট্রফি রাজ্যে প্রথমবারের মতো হতে যাচ্ছে। ২০ থেকে ২৪ অক্টোবর রাজ্যে অনুষ্ঠিত হবে ২৯ তম সিনিয়র ওমেন রাজমাতা জিজাভাই ট্রফি। এই টুর্নামেন্টকে সামনে রেখে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশানের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম বারের মতো রাজ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার সিকিম, গুজরাট ও চণ্ডীগড়ের টিম রাজ্যে পৌঁছে যাবে। ২০ অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্ট।ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার জানান, প্রথম বারের মতো জাতীয় স্তরের টুর্নামেন্ট রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। একে ঘিরে চলছে জোর প্রস্তুতি।