জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোমবার থেকে মরক্কো সফরে যাচ্ছেন। দুই দিনের এই সরকারি সফর হবে উত্তর আফ্রিকার দেশটিতে কোনও ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর প্রথম সফর। এই সফর ভারত ও মরক্কোর মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে।
সফরের সময় প্রতিরক্ষামন্ত্রী মরক্কোর বেররেশিদে টাটা অ্যাডভান্সড সিস্টেমস মরক-এর নতুন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করবেন, যেখানে হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম তৈরি হবে। এটি আফ্রিকা মহাদেশে ভারতের প্রথম প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র, যা ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের আওতায় দেশের প্রতিরক্ষা শিল্পের বৈশ্বিক পদচিহ্নকে আরও সুদৃঢ় করবে।
রাজনাথ সিং তাঁর মরক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদেলতিফ লৌদিইর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যেখানে প্রতিরক্ষা, কৌশলগত সহযোগিতা ও শিল্প ক্ষেত্রের সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি তিনি মরক্কোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ মেজ্জৌরের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং শিল্প ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখবেন।সফরের সময় প্রতিরক্ষামন্ত্রী রবাতে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করবেন।
এছাড়া, ভারত ও মরক্কোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমঝোতা চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ, শিল্পক্ষেত্রের যোগসূত্র এবং বিভিন্ন বিনিময় কর্মসূচি আরও বিস্তৃত হবে।