জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রত্যন্ত পাহাড়ি জনপদ গুলিতে বিদ্যুৎ সমস্যা সমাধানে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য বিদ্যুৎ নিগম । ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে মঙ্গলবার গোলাঘাটিতে উদ্বোধন হল ৩৩ কেবি বিদ্যুৎ সাব ডিভিশন । এদিন আনুষ্ঠানিকভাবে সাব স্টেশনটির শুভ সূচনা করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ । উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত ,গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব দেববর্মা , এমডিসি উমা শংকর দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা । এদিন বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন এই সাবস্টেশন টি সূচনার ফলে উপকৃত হবে ৫ হাজার৭৩০ টি পরিবার ।