Site icon janatar kalam

প্রজ্ঞাভবনে মাইক্রোফিনান্স সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য প্রশাসনে কর্মরত আধিকারিকদের নিয়ে আজ প্রজ্ঞাভবনে মাইক্রোফিনান্স সম্পর্কে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউশনাল ফিনান্স দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সভার উদ্বোধন করেন অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে মাইক্রোফিনান্সের সাথে যুক্ত বিভিন্ন কোম্পানী সম্পর্কে আধিকারিকদের সচেতন করে বলেন, এই ক্ষেত্রটি সম্পর্কে আমাদের অতীত অভিজ্ঞতা ভাল নয়।

রাজ্যের অনেক মানুষ তাদের জমানো অর্থ হারিয়েছেন। অনেক প্রতিষ্ঠান মানুষের অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। তাই মাইক্রোফিনান্স সম্পর্কে সচেতন থাকতে হবে। যে সমস্ত প্রতিষ্ঠান এই ধারণার সঙ্গে যুক্ত হয়ে সাধারণ মানুষকে ঋণ দিতে এগিয়ে এসেছেন তারা বৈধ ভাবে এরাজ্যে এসেছেন কিনা তা খতিয়ে দেখতে হবে। তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি তারা সাধারণ মানুষের কাছ থেকে কোন অর্থ গ্রহণ করছে কিনা সে সম্পর্কে জানতে হবে।

শ্রীরায় বলেন, মাইক্রোফিনান্সের সঙ্গে যারা যুক্ত সেই কোম্পানীগুলি সাধারণ মানুষদের ঋণ দেবার পাশাপাশি নানা বিষয়ে পরামর্শও দিয়ে থাকে। মাইক্রোফিনান্স কোম্পানীগুলির ভূমিকা সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে অর্থ দপ্তরের সচিব শ্রীরায় আশা প্রকাশ করেন।

সভায় স্বাগত বক্তব্যে ইনস্টিটিউশনাল ফিনান্স দপ্তরের অতিরিক্ত সচিব এবং অধিকর্তা রাখি বিশ্বাস বলেন, রাজ্যে এই মুহুর্তে ২৮টি মাইক্রোফিনান্স কোম্পানী কাজ করছে। অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানী মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এমভিএফসি কোম্পানীগুলির সঙ্গে মাইক্রোফিনান্সের পার্থক্য রয়েছে। মাইক্রোফিনান্স মানুষের কাছ থেকে কোন অর্থ নেয়না। তারা শুধুমাত্র মানুষকে অর্থনৈতিকভাবে সহায়তা করে থাকে। তিনি বলেন, মাইক্রোফিনান্সের সঙ্গে যারা যুক্ত তাদের মাধ্যমে যাতে কেউ প্রতারিত না হন তা সুনিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

মাইক্রোফিনান্সগুলি কিভাবে কাজ করে সেই সম্পর্কে সবাইকে জানতে হবে। তিনি বলেন, অবৈধভাবে যাতে কোন মাইক্রোফিনান্স কোম্পানী কাজ করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে। তিনি এই কোম্পানীগুলির কাজকর্ম সম্পর্কে সতর্ক থাকার জন্য সভায় উপস্থিত আধিকারিকদের প্রতি আহ্বান জানান।

‘সাধন’র উপঅধিকর্তা ড. শৈবাল পাল পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মাইক্রোফিনান্স সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, মাইক্রোফিনান্সের সঙ্গে যুক্ত কোম্পানীগুলি আরবিআই’র নথিভুক্ত কিনা বা এসআরও সদস্য কিনা সে সম্পর্কে খোঁজ নিতে হবে। সভায় এছাড়াও ইনস্টিটিউশনাল ফিনান্স দপ্তরের যুগ্ম অধিকর্তা অ্যামিলিয়া রিয়াং উপস্থিত ছিলেন।

Exit mobile version