জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- RAIL প্রকাশ্যে দূরপাল্লার ট্রেনের মধ্যে নিগৃহীত রাজ্যের যুবতী। অভিযুক্ত ট্রেনের টিটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ব্যাঙ্গালুরু থেকে আগরতলাগামী হামসফর এক্সপ্রেসে ঘটে ঘটনাটি। উদয়পুর মহকুমার এক যুবতী গুয়াহাটি থেকে আগরতলায় আসছিলেন এই ট্রেনে। অভিযোগ সেই যুবতী টিকিট কাটেননি।
ট্রেনে টিকিট চেক করতে গিয়ে টিটি দেখেন যুবতীর কাছে কোন টিকিট নেই। অভিযোগ তখন লামডিং এর বাসিন্দা টি টি গোপাল মালাকার ও প্রতাপ মানিক দুর্ব্যবহার শুরু করেন যুবতীর সঙ্গে। অভিযোগ একসময় এক টিটি উত্তেজিত হয়ে যুবতীকে ট্রেনের মধ্যে ধাক্কা দেন। এতে এই কামরায় থাকা অন্য যাত্রীরা এর প্রতিবাদ করেন।
প্রশ্ন উঠেছে একজন পুরুষ টিটি কি করে যুবতীকে ধাক্কা দিলেন? যদি টিকিট না কেটে থাকেন যুবতী তাহলে জরিমানা করতে পারেন নিয়ম অনুযায়ী কিন্তু কারো শরীরে হাত তুলতে পারেন না? তাও আবার মহিলাকে। এদিকে ট্রেনটি আগরতলা স্টেশনে আসার পরে দুই টিটি সহ যুবতীকে আগরতলা সরকারি রেল থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ট্রেনের অন্য ক্ষুব্ধ যাত্রীরাও যান। সেখানে মীমাংসা হয়। পরে অভিযুক্ত টিটি ক্ষ্মমা চেয়ে নেন।