janatar kalam Home রাজনৈতিক ‘পেপার ফাঁসের বিরুদ্ধে নতুন আইন শুধুই হোয়াইটওয়াশ’, পরীক্ষার বিতর্ক নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন মল্লিকার্জুন খড়গে
রাজনৈতিক রাজ্য

‘পেপার ফাঁসের বিরুদ্ধে নতুন আইন শুধুই হোয়াইটওয়াশ’, পরীক্ষার বিতর্ক নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন মল্লিকার্জুন খড়গে

জনতার কলম ওয়েবডেস্ক :- শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে পেপার ফাঁস বন্ধ করার আইনকে হোয়াইটওয়াশ বলে অভিহিত করেছেন। বলেন, বিজেপি তার দায় এড়াতে পারবে না। কেন্দ্রীয় সরকার শুক্রবার রাতে একটি কঠোর আইন প্রয়োগ করেছে, যার লক্ষ্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম বন্ধ করা। এই আইনে অপরাধীদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

খড়গে ‘এক্স’-এ পোস্ট করেছেন এবং দাবি করেছেন যে গত সাত বছরে 70 টি প্রশ্নপত্র ফাঁস হয়েছে। মোদি সরকার কেন কোনো কড়া পদক্ষেপ নেয়নি, তা জানতে চাওয়া হয়েছে। বলেন, বিজেপি যতই চেষ্টা করুক না কেন, NEET কেলেঙ্কারির দায় এড়াতে পারবে না। খড়গে বলেন, পেপার ফাঁসের বিরুদ্ধে আইনটি জানানো হয়নি, তবে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনটি জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী কেন মিথ্যা বলেন যে আইনটি প্রজ্ঞাপন করা হয়েছে? এই আইনটি ১৩ ফেব্রুয়ারি ২০২৪-এ রাষ্ট্রপতির সম্মতি পেয়েছে, তবে আইনটি শুক্রবার রাতে অবহিত করা হয়েছিল।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী প্রথমে প্রশ্নপত্র ফাঁসের কথা অস্বীকার করতে থাকেন, তারপর গুজরাট, বিহার, হরিয়ানায় যখন গ্রেপ্তার করা হয়, তখন তিনি বলছেন, যেহেতু কিছু জায়গায় স্থানীয়ভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তারা আর পরীক্ষা দিতে পারবে না। তিনি বলেন, ‘অনিয়মের বিষয়টি মেনে নিচ্ছেন মোদী সরকার কেন? NTA নয় দিনে তিনটি বড় পরীক্ষা বাতিল বা স্থগিত করেছে। পেপার ফাঁস রোধে আইন পাসের পরও কি এখনো প্রশ্ন ফাঁস হচ্ছে?একটি নতুন আইন আনা বিজেপির একটি হোয়াইটওয়াশ মাত্র। শিক্ষা ব্যবস্থা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে হস্তক্ষেপ, কারচুপি, চুরি-দুর্নীতি থেকে মুক্ত না করলে চলবে!

Exit mobile version