janatar kalam Home রাজ্য পেট্রোল-ডিজেলের উপর লাগানো বিধিনিষেধ প্রত্যাহার করল খাদ্য দপ্তর
রাজ্য

পেট্রোল-ডিজেলের উপর লাগানো বিধিনিষেধ প্রত্যাহার করল খাদ্য দপ্তর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃষ্টিজনিত কারণে রাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহে একটি সড়ক অংশে ধ্বস নামার কারণে দ্রব্য সরবরাহের ব্যাঘাত সৃষ্টি হয়, যার ফলে রাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশ ছোঁয়া হয়ে যায়।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ আনলেও পেট্রোপণ্যে কিছুটা বিধি নিষেধ জারি করা হয় রাজ্য সরকারের খাদ্য জনসংভরন ও ক্রেতা সার্থ বিষয়ক দপ্তরের পক্ষ থেকে।

বিধি নিষেধে উল্লেখ ছিল পেট্রোপণের দিক থেকে দু চাক্কার যান ২০০ টাকা ৩ চাকার যান ৩০০ টাকা এবং ৪ চাকার বাহন ৫০০ টাকা করে পেট্রোপন্ন ক্রয় করতে পারবে, মঙ্গলবার সেই বিধিনিষেধের প্রত্যাহার করা হয়েছে বলে খাদ্য জনসংভরণ ও ক্রেতা সার্থ বিষয়ক দপ্তরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে।

 

 

Exit mobile version