Site icon janatar kalam

পূর্ব ত্রিপুরায় বিজেপির প্রার্থী কৃতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে ঘোষণা হল পূর্ব ত্রিপুরার এসটি সংরক্ষিত বিজেপি প্রার্থীর নাম। ঘোষিত প্রার্থীর নাম কৃতি সিং দেববর্মা। বিজেপি সর্বভারতীয় কমিটি আনুষ্ঠানিক ভাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মার বড় বোন কৃতি সিং দেববর্মার নাম ঘোষণা করেছে।

প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই পূর্ব ত্রিপুরা এস টি সংরক্ষিত আসনের প্রার্থীর নাম নিয়ে জল্পনা ছিল।প্রথমে কথা হয়েছিল প্রজ্ঞা দেববর্মাকে পূর্ব ত্রিপুরা এস টি সংরক্ষিত লোকসভা আসন থেকে প্রার্থী করা হবে।

পরবর্তীতে প্রদ্যুৎ কিশোরের সঙ্গে আলোচনাক্রমে ঝাড়খন্ড থেকে কৃতি সিং দেববর্মাকে প্রার্থী করা হয়েছে। দুই দফায় প্রার্থী ঘোষনা সর্বভারতীয় স্তরে প্রচুর সংখ্যক আসনেই সরাসরি প্রার্থী দিয়েছে বিজেপি।

 

 

Exit mobile version