জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বছরে দুই বার কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে সহায়ক মূল্যে। যতদিন বিজেপি সরকার থাকবে ততদিন কৃষকদের কাছ থেকে ধান কেনা চলবে। পূর্বতন বাম সরকার কখনও কৃষকদের কাছ থেকে ধান কিনেনি। বরং কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছে। কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা গুলি বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি বলেন,আগামী এক মাসের মধ্যে সরকারিভাবে ধান কেনার কাজ শেষ করা হবে। কারন এক মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন ঘোষনা হয়ে যেতে পারে তাই রাজ্য সরকার চাইছে কৃষকদের উৎপাদিক ধান এর মধ্যে কিনে নেওয়ার। কৃষকদের কাছ থেকে এই মরশুমে ধান ক্রয়ের কর্মসূচীর রাজ্য ভিত্তিক কর্মসূচীর উদ্বোধন হয় শনিবার জোলাইবাড়িতে। স্থানীয় মোটর স্ট্যান্ডে হয় অনুষ্ঠান।উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী,জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, খাদ্য দপ্তরের বিশেষ সচিব,দক্ষিন জেলার জেলা শাসক,শান্তিরবাজার মহকুমা শাসক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতন লাল নাথ বিগত বাম আমলের সঙ্গে বর্তমান সময়ে কৃষি ব্যবস্থার বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। কৃষি মন্ত্রী জানান বিগত বাম আমলে কৃষকদের কোনপ্রকার উন্নয়ন করা হয়নি।বর্তমান সময়ে কৃষকদের উন্নয়নের পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল সরকারিভাবে ক্রয় করা হচ্ছে ও আনারস থেকে শুরু করে কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল দেশের বাইরে পাঠানো হচ্ছে। রাজ্য সরকার সবসময় কৃষকদের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবেন বলে জানান কৃষিমন্ত্রী।