জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাঝে আর মাত্র কয়েক দিন বাদেই শারদীয়া উৎসবে মেতে উঠবে রাজ্যের সব অংশের মানুষ। আর এই উৎসবকে ঘিরে গোটা রাজ্যেই চলছে এখন জোরদার প্রস্তুতি। উৎসবের দিনগুলি যাতে শান্তির পরিবেশ বজায় থাকে তার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে আরক্ষা প্রশাসনের তরফে। তবে উৎসবের কয়েকটি দিন অশান্তির পরিবেশ সৃষ্টি করার জন্য রাজ্যের এবং বহির রাজ্যের একটা অংশ সক্রিয় রয়েছে। তাই এদের বিরুদ্ধেও পুলিশ প্রশাসন একের পর এক কড়া মনোভাব গ্রহণ করে চলেছে। একাংশ পাচারকারীদের হাত ধরে যেভাবে প্রতিনিয়ত রাজ্যের মাটিতে বাংলাদেশিদের আগমন লক্ষ্য করা যাচ্ছে, তাতে অনেকেই উৎসবের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন। ত্রিপুরাকে করিডর হিসেবে ব্যবহার করে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিনিয়ত বহির রাজ্যে পাড়ি দিচ্ছে একাংশ বাংলাদেশি। মাঝেমধ্যে এদেরকে জালে তুলতে পুলিশ সক্ষম হলেও, অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ। এর মধ্যেই পূজোর প্রাক মুহূর্তে খোদ রাজধানী আগরতলা থেকে পুলিশ আটক করল দুই বাংলাদেশি যুবককে। শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ চন্দ্রপুর এলাকা থেকে আটক করে দুই যুবককে। ধৃত দুই যুবকের নাম মিজানুর রহমান ও মোহাম্মদ আসিফ। রবিবার পুলিশ আটক দুই যুবককে পুলিশ রিমান্ডে আদালতে তুলে। এদিন সকালে এমনটাই জানালেন পূর্ব থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জী।