Site icon janatar kalam

পূজার চাঁদার জুলুমবাজির ধিক্কার প্রতিবাদ জানিয়ে রাজপথে নামলো কংগ্রেস 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সরকার প্রধান একজন চিকিৎসক। আর এই সরকার প্রধানের জমানায় পূজার চাঁদার জন্য রাজধানীতে আক্রান্ত চিকিৎসক সহ তাঁর পরিবারের সদস্যরা। এই চাঁদার জুলুমবাজির ধিক্কার প্রতিবাদ জানিয়ে রাজপথে নামলো কংগ্রেসের সদর জেলা। শুক্রবার রাজধানীতে কংগ্রেস কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদে শামিল হন।

কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় মৌন প্রতিবাদ মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যরা। প্রবীর বাবু এদিন অভিযোগ করেন, রাজ্যে আইনের শাসন নেই। সর্বত্র গুন্ডারাজ কায়েম হয়েছে।

নারী নির্যাতনকারী, জমির দালাল, চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রাজধানীর উপকন্ঠে দুর্গা পূজার চাঁদার জন্য আক্রান্ত চিকিৎসক পরিবার। বৃদ্ধ মহিলাকে ক্লাবের সদস্যরা দৈহিকভাবে আক্রমণ করেছে। তিনি প্রশ্ন তুলেন কোথায় আইনের শাসন? কোথায় মুখ্যমন্ত্রীর সুশাসন? মুখ্যমন্ত্রীর কথা কেউ গ্রাহ্য করছে না। পুলিশের কোন ভূমিকা নেই।

চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষ অসহায়ত্ববোধ করছে। তাই রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনার জন্য কংগ্রেস লড়াই করছে। আগামী দিনেও কংগ্রেসের আন্দোলন জারি থাকবে বলে জানান কংগ্রেস মুখপাত্র।

 

 

Exit mobile version