janatar kalam Home রাজনৈতিক পূজার উপহার দিলো খাদ্যমন্ত্রী, রেশনে বিনামূল্যে দেওয়া শুরু হল সুজি, চিনি ও ময়দা 
রাজনৈতিক রাজ্য

পূজার উপহার দিলো খাদ্যমন্ত্রী, রেশনে বিনামূল্যে দেওয়া শুরু হল সুজি, চিনি ও ময়দা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেশনে বিনামূল্যে দেওয়া শুরু হল সুজি, চিনি ও ময়দা। পূজার উপহার হিসেবে রাজ্যবাসিকে এবছর রেশনের মাধ্যমে চিনি- সুজি ও ময়দা দেওয়ার ঘোষণা দিয়েছে খাদ্য দপ্তর। সেই মতো বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রেশনের মাধ্যমে গ্রাহকদের দেওয়া। এদিন রাজধানীর কৃষ্ণনগর ওল্ড কালীবাড়ি রোড স্থিত ১২ নম্বর রেশনশপে এর সূচনা করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী সহ খাদ্য আধিকারিকরা। এবার পূজার বিনামূল্যে সরকারের তরফে গ্রাহকদের দেওয়া হচ্ছে এক কেজি চিনি, দুই কেজি ময়দা ও ৫০০ সুজি। এজন্য খাদ্য দপ্তরের ব্যয় হবে ৬ কোটি ৮৪ লাখ টাকা। এদিন মন্ত্রী জানান শারদোৎসবের উপহার হিসেবে সারা রাজ্যের ৯ লাখ ৮৩ হাজার গ্রাহককে বিনামূল্যে দেওয়ার বন্দোবস্ত করেছি।

এটা সরকারের যুগান্তকারী জনদরদী সিদ্ধান্ত। মন্ত্রী এদিন বলেন, বিনামূল্যে এসব সামগ্রী দেওয়ার বিষয়টি নিয়ে কৃতজ্ঞতা স্বীকার করতে চায় না বিরোধীরা। তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, খাদ্য দপ্তর কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যে চিনির দাম বাড়িয়ে ভোক্তাদের পকেট কাটবে। মন্ত্রী বলেন সারা দেশেই চিনির দাম বেড়েছে।

 

 

Exit mobile version