Site icon janatar kalam

পুলিশ সপ্তাহে এডি নগর পুলিশ মাঠে রক্তদান ও বাইক রেলী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে মঙ্গলবার এডি নগর পুলিশ গ্রাউন্ডে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর আগে পুলিশ গ্রাউন্ড থেকে এক বিশাল বাইক রেলি সংঘটিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন।

পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার রাজ্য পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার এডি নগর পুলিশ গ্রাউন্ডে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরের সূচনার পূর্বে এডি নগর পুলিশ গ্রাউন্ড থেকে এক বিশাল বাইক র‍্যালি অনুষ্ঠিত হয়। এই বাইক র‍্যালিতে পাঁচশো বাইক অংশগ্রহণ করে। বাইক র‍্যালির পর শুরু হয় রক্তদান শিবির।

এদিন উভয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন। সাথে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা সহ পুলিশ কর্মীরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখী হয়ে এই কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন জানান, রাজ্য পুলিশের ১৫০ বছর পূর্তির পর প্রথম পুলিশ সপ্তাহ উদযাপিত হচ্ছে এই বছর।

এই উদযাপনে রাজ্য পুলিশের মুখ্য উদ্দেশ্য হলো জনসাধারণের সাথে সংযোগ স্থাপন করা, মানুষকে বিভিন্ন অপরাধের বিষয়ে সচেতন করা। তারই অঙ্গ হিসেবে এদিন এই বাইক র‍্যালির আয়োজন করা হয়েছে। এই বাইক র‍্যালিটি জেলার বিভিন্ন বিদ্যালয়গুলিতে পৌঁছে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অপরাধ সম্পর্কে সচেতন করবে।

পাশাপাশি মুমুর্ষ রোগীদের সহায়তা প্রদানের লক্ষ্যে এদিন রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। তিনি আরো জানান,চলতি মাসে এই পর্যন্ত রাজ্য পুলিশের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত শিবিরের মাধ্যমে প্রায় ১৫০০ ইউনিট রক্ত প্রদান করা হয়েছে এবং পুলিশ সপ্তাহ চলাকালীন রাজ্যের আরো বেশ কিছু জায়গায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।

এদিনের এই রক্তদান শিবিরে রাজ্য পুলিশের প্রায় তিন শতাধিক পুলিশ কর্মীরা রক্তদান করেন। যা রাজ্যের বুকে অনুষ্ঠিত বৃহৎ রক্তদান শিবিরগুলির মধ্যে অন্যতম বলে জানান রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন। সব মিলিয়ে রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সমাজের দুঃস্থদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান তিনি।

Exit mobile version