জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনের মুহূর্তেও দৌরাত্ম বন্ধ হয়নি নেশা কারবারিদের। এবার পুরুষ নয় নেশাপাচারের চক্র হিসেবে মোটা টাকার বিনিময়ে মহিলা পাচারকারীদের ব্যবহার করছে পাচারকারীরা।
নির্বাচন উপলক্ষে পুলিশ যেই নাকা পয়েন্ট বানিয়েছে সেই নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে এক অটো ড্রাইভার সহ দুই মহিলা গাঁজা পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তেলিয়ামুড়া থেকে পুলিশ এই গাঁজাগুলো উদ্ধার করেছে।তবে আটকৃত গাজার পরিমান জানা যায় নি।