Site icon janatar kalam

পুর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে আশাকর্মীদের নিয়ে বৈঠক করলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সাধারণ মানুষ যাতে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধা সহজে পেতে পারেন সেজন্য কেন্দ্রীয় নির্দেশানুসারে রাজ্যেও শুরু হচ্ছে আভা কার্ড তৈরি। সকলে যাতে করতে পারেন সেজন্য শিবির করার পরিকল্পনা রয়েছে আগরতলা পুর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে। চেষ্টা থাকবে সকলে যাতে আভা কার্ডের আওতায় আসেন।

ইতিমধ্যেই করা হবে শিবির। এসব বিষয় নিয়ে মঙ্গলবার বৈঠক হয় আগরতলা পুর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডে। এদিন ওয়ার্ড অফিসে হয় বৈঠক এলাকার আশাকর্মীদের নিয়ে। উপস্থিত ছিলেন ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যরা। তিনি জানান, আশা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে থাকেন। এলাকার কারো বাড়িতে অসুস্থ রোগী, গর্ভবতী মহিলাদের খোঁজ খবর নেন। সময়ে সময়ে এসব নিয়েও পর্যালোচনা সভা করা হয়ে থাকে।

 

 

Exit mobile version