janatar kalam Home রাজনৈতিক পুর নাগরিকদের সমস্যা নিয়ে সরব হলেন SUCI
রাজনৈতিক রাজ্য

পুর নাগরিকদের সমস্যা নিয়ে সরব হলেন SUCI

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মশা, জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত আগরতলা পুর নিগম এলাকার লোকজন। অভিযোগ সমস্যা নিরসনে উদাসীন কর্তৃপক্ষ। অথচ কর বাড়িয়ে নেওয়া হচ্ছে পুর নাগরিকদের কাছ থেকে। এবার পুর নাগরিকদের সমস্যা নিয়ে সরব হলেন এসইউসিআই। দলের তরফে শুক্রবার পুর নিগমের প্রধান কার্যালয়ে ডেপুটেশন দেওয়া হয়।

এদিন এসইউসিআই আগরতলা জেলা সাংগঠনিক কমিটির তরফ থেকে এই কর্মসূচী পালন করা হয়।কর্মসূচীর নেতৃত্বে ছিলেন দলের আগরতলা জেলা সাংগঠনিক কমিটির সম্পাদক সুব্রত চক্রবর্তী। তাদের অভিযোগ মশার উপদ্রবে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং এই সমস্যা দূরীকরণের জন্য কোন ইতিবাচক পদক্ষেপ নেই। পানীয় জলের সংকট। শহরের পুরানো জল সরবরাহের লাইনগুলিতে পর্যাপ্ত জল আসে না।

শহরাঞ্চলে জল নিষ্কাষনের সমস্যা দীর্ঘদিনের তা এখনও নিরসন হচ্ছে না বলে অভিযোগ। বর্ধিত পুর এলাকায় আয়রনমুক্ত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হচ্ছে না। বর্ধিত এলাকার অনেক ওয়ার্ডে স্ট্রিট লাইট নেই, রাস্তাগুলি সংস্কার হচ্ছে না, অনেক রাস্তায় পাকা ড্রেইন নেই, ডাস্টবিনের অভাবে বর্জ্য পদার্থ ফেলার জায়গা নেই। বার্থ ও ডেথ সার্টিফিকেট সংশোধন সহ প্রশাসনিক কাজে নাগরিকগণ হয়রানির শিকার হচ্ছে। এসব সমস্যা নিরসনের দাবি জানান তারা।

Exit mobile version